অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতে জান বের হয়ে যায়।’
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বেশি হয়। তিনি জানান, দুর্যোগ মোকাবিলার জন্য বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার এবং ভবিষ্যতে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা করা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আসে। স্থানীয় মানুষ নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে, যা একটি ভালো দিক। তিনি বলেন, যদি কেউ ঢাকার ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করে, তবে তা হবে না।
তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে এবং মানুষকে সতর্ক করতে আহ্বান জানান। তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন যে, সেখানকার ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন এবং বাংলাদেশেরও সচেতন হওয়া প্রয়োজন। দুর্যোগ সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা উচিত।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা