অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। কিন্তু সাফল্য আরেকটু বাড়িয়ে নিতে পারেনি। কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে বিদায় নিয়েছে তারা। তবে জামাল ভূঁইয়াদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। শেখ মোরসালিন, রাকিব হোসেন ও আনিসুর রহমান জিকোসহ অন্যান্যের সাবলীল পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। মঙ্গলবার সাফে স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তবে টুর্নামেন্টের সেরা গোলকিপার তাদের দলের কেউ নয়, এমনকি এবারের রানার্সআপ কুয়েতেরও নয়। বাংলাদেশের গোলকিপার জিকো হয়েছেন সেরা। এই অর্জনের পর বসুন্ধরা কিংসের গোলকিপার প্রশংসায় ভাসছেন। জিকো যেভাবে তেকাঠির নিচে লড়ে গেছেন তা সবার দৃষ্টি কেড়েছে। দলকে অনেক গোল হজম থেকে রক্ষা করেছেন।
জিকো ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সাফে সেরা গোলকিপার হতে পেরেছি।’ সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘সাফে সেরা গোলকিপার হওয়ায় তোমাকে অভিনন্দন। চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের গোলপোস্ট আগলে রেখেছিলে তুমি। এগিয়ে যাও এবং বাংলাদেশের গোলপোস্টের দারুণ নেতৃত্ব দাও।’ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’ গ্রুপ ও সেমিফাইনালে চার ম্যাচ খেলে বাংলাদেশ গোল খেয়েছে পাঁচটি, দিয়েছে ছয়টি।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে