January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:45 pm

প্রশংসায় ভাসছেন মেহজাবীন

অনলাইন ডেস্ক :

টিভি নায়িকাদের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ চরিত্র নিয়ে হাজির হয়েছেন মেহজাবীন চৌধুরী। বিশেষ করে প্রতি ঈদেই মেহজাবীন ফলোয়াররা চেয়ে থাকেন নতুন কিছুর জন্য। সেই সূত্রে অভিনেত্রীর এবারের বড় চমক ছিলো অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্র। ‘অ্যাম্বুলেন্স গার্ল’ ছাড়াও এবার মেহজাবীন প্রশংসা কুড়াচ্ছেন ‘ভয়েস ক্লিপ’ ও ‘অন্ধ প্রেম’ নাটক দুটি থেকেও। তবে অন্য দুটিকে ছাপিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের প্রতি দর্শক মুগ্ধতার গল্প। এই চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মেহজাবীন। ইউটিউবে ও ফেসবুকে মন্তব্যের ঘরে অভিনেত্রীকে ঘিরে সাম্প্রতিক মন্তব্যগুলো এমন- ‘মেহজাবীনকে আল্লাহ কী দিয়ে বানিয়েছেন, উনিই জানেন। তার অভিনয়ের সঙ্গে কারও তুলনা হয় না। শেষ দৃশ্যে চোখে পানি চলে এসেছে।’ ‘অ্যাম্বুলেন্স গার্ল নাটকটি দেখে আমি আর আমার আম্মু পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছি। শেষ দৃশ্যে মেহু আপুর অভিনয় আমাকে কাঁদিয়ে ছেড়েছে। চমৎকার ছিলো পুরো নাটক।’ ‘মেহজাবীন আপনি আসলেই গড গিফটেড একজন অভিনেত্রী, ভার্সেটাইল এবং নিবেদিত প্রাণ। পারফর্মেন্সের মধ্য দিয়েই কাজের প্রতি আপনার আনুগত্য প্রকাশ পায়। আপনার অভিব্যক্তি সকল প্রত্যাশার ঊর্ধ্বে। এটা ধরে রাখুন।’ এমন প্রশংসার বিপরীতে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য। কাজগুলো প্রচারে আসার পর তারা তাদের ভালো লাগা, অনুভূতিগুলো শেয়ার করছেন। দর্শকরা পছন্দ করছেন, প্রশংসা করছেন দেখে ভালো লাগছে, অনুপ্রেরণা পাচ্ছি। আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।’ ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নামের এই গল্পটি রচনা ও চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা। পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটি প্রচার হয়েছে ১৩ জুলাই রাত ৮টায় আরটিভিতে। মেহজাবীন চৌধুরী আপাতত ঈদছুটি উপভোগ করছেন। তবে শিগগিরই যুক্ত হচ্ছে বেশ ক’টি শুটিং ইউনিটে। এরমধ্যে টিভি নাটকের পাশাপাশি রয়েছে ওটিটি চমক। আসতে পারে নির্মাতা প্রেমিকের সঙ্গে বিয়ের খবরও!