অনলাইন ডেস্ক :
ভারতীয় বাংলা সিনেমার সুপারহিট জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। ভারতীয় বাংলা সিনেমার একমাত্র জুটি হিসেবে ৫০টি ছবিতে অভিনয় করেছেন এ জুটি। বলা হয়ে থাকে, উত্তম-সূচিত্রা জুটির পরই তাদের স্থান। তাই তো পরিচালকরা তাদের একসঙ্গে পর্দায় হাজির করতে মুখিয়ে থাকেন। যদিও মাঝে ১৫ বছর এ জুটিকে একসঙ্গে দেখেনি দর্শকরা। ১৫ বছর পর ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যায় সুপারহিট এ জুটিকে। সেই ধারাবাহিকতায় এবার এই জুটির ৫০তম সিনেমা পরিচালনা করবেন কৌশিক গাঙ্গুলী। ছবির নাম ‘অযোগ্য’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম ঝলক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করেছেন প্রসেনজিৎ নিজেই। ক্যাপশনে জানিয়েছেন, সিনেমার ইতিহাসে এটাই প্রথম, যেখানে টলিউডের দুই সুপারস্টার তাদের ৫০তম ছবিতে জুটি বাঁধছেন। বুধবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। সেখানে নায়ক-নায়িকার মুখ দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। তবে ছবির গল্প নিয়ে কোনো কথা বলতেই রাজি নন প্রসেনজিৎ-ঋতুপর্ণারা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির যাত্রা শুরু হয় নব্বই দশকের মাঝামাঝি সময়ে।
‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ জুটি। দীর্ঘ এ ক্যারিয়ারে দর্শকের কাছে জুটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’ সিনেমাটি। এবার এ সুপারহিট জুটি নিয়ে এলো ‘অযোগ্য’। যদিও সিনেমার গল্প নিয়ে কোনো কিছু জানাননি নায়ক-নায়িকা কেউই। তবে সিনেমাটি দেখে দর্শকরা হতাশ হবেন না বলেও নিয়শ্চয়তা দেন তারা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত