কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কালীগঞ্জে প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে জমকালো আয়োজনে প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে দিনব্যাপী এ- অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষে হিসেবে অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এসময় অন্যান্যের মাছে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, এস.আই নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভ‚ইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত খামারিবৃন্দ,দর্শনার্থী, সেবা গ্রহীতা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীবৃন্দসহ প্রমুখ।
শুরুতেই লাল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয় এবং পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এসময় বিশেষ অতিথি জাকিয়া সরওয়ার লিমা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং দেশের প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণে খামারিদের করণীয় এবং বায়োগ্যাস প্লান্টের উপকারিতা সম্পর্কে আলোচনা হয়। অতিথিবৃন্দ মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যতœ সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রদর্শনীতে বিভিন্ন এলাকে থেকে আসা প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি প্রদর্শন করেন। মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তির বিভিন্ন স্টলও স্থান পায়, যা দর্শনার্থীদের নজর কাড়ে।
কাজী মোহাম্মদ ওমর ফারুক

আরও পড়ুন
নাসিরনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন
নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণের দাবি
বিকেএসপিতে ‘‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত