October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 7:32 pm

প্রান্তিক জনগোষ্টির শিক্ষার্থীদের জন্য কাজ করছে গুড নেইবারস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

একজন শিক্ষার্থী তখনই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, যখন শিক্ষক তাকে সঠিক পথে পরিচালিত করেন, অভিভাবক তাকে উৎসাহ দেন, আর সে নিজে আন্তরিকভাবে চেষ্টা করে। সে পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ১১ টায় ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সহ‌যোগিতায় শিক্ষক -ছাত্র -অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক নীহার কান্তি দেব এর সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন ও সিডিপি চেয়ারপার্সন বিলকিস বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনেস্কো হামাদান প্রকল্পের ফ্যাসিলিটেটর মোঃ ওলিউল্লাহ, শিক্ষক শান্ত কুমার সিংহ, অনামিকা সিনহা, অভিভাবক মনজুর আহমেদ জুবেল, তাসনিমা সুলতানা, শিক্ষার্থী স্নেহা সিনহা, ইকবাল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার তিনটি প্রধান পক্ষ —অভিভাবক, ছাত্র এবং শিক্ষক—এই তিন পক্ষের মধ্যে একটি দৃঢ় সমন্বয় গড়ে তোলা। এসময় ২শত ৭০জন অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সে‌মিনারে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গুড নেইবারস বাংলাদেশ তার শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি শিশুর উচ্চ মানের শিক্ষা এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে গুড নেইবারস বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গুড নেইবারস হলো একটি আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে (ইউএন ইকোসক) জেনারেল কনসালটেটিভ স্ট্যাটাসে সদস্যপদ রয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, ডিআরআর, এবং রোহিঙ্গা জরুরি অবস্থার জন্য ১৩টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং ৫টি বিশেষ প্রজেক্ট নিয়ে কাজ করছে। গুড নেইবারস সর্বজনীন প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২০০৭ সালে এমডিজি-২ পুরস্কারে ভূষিত হয়েছে।