October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 17th, 2025, 12:20 am

প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!

 

১৬ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রায় অর্ধেক শিক্ষার্থী এ বছর অকৃতকার্য হয়েছেন।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী বলছেন, ইংরেজি ও গণিতের প্রশ্ন এবার বিশেষভাবে কঠিন ছিল। এর সঙ্গে উচ্চতর গণিত ও আইসিটি বিষয়েও অনেক শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন।

ফলাফলে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। মোট পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানান। সঙ্গে ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

বোর্ড অনুযায়ী পাসের হার

ঢাকা ৬৪.৬২%, রাজশাহী ৫৯.৪০%, কুমিল্লা ৪৮.৮৬%, যশোর ৫০.২০%, চট্টগ্রাম ৫২.৫৭%, বরিশাল ৬২.৫৭%, সিলেট ৫১.৮৬%, দিনাজপুর ৫৭.৪৯%, ময়মনসিংহ ৫১.৫৪%, মাদরাসা বোর্ড ৭৫.৬১%, কারিগরি বোর্ড ৬২.৯৭%।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা ২৬,০৬৩, রাজশাহী ১০,১৩৭, কুমিল্লা ২,৭০৭, যশোর ৫,৯৯৫, চট্টগ্রাম ৬,০৯৭, বরিশাল ১,৬৭৪, সিলেট ১,৬০২, দিনাজপুর ৬,২৬০, ময়মনসিংহ ২,৬৮৪, মাদরাসা বোর্ড ৪,২৬৮, কারিগরি বোর্ড ১,৬১০।

ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্রীদের ফলাফল

ছাত্রীদের পাসের হার ৬২.৯৭%, যেখানে ছাত্রদের পাসের হার ৫৪.৬০%। জিপিএ-৫ পেয়েছেন ৩৭,০৪৪ জন ছাত্রী, ৩২,০৫৩ জন ছাত্র।

এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি, যা গত বছরের ১,৩৮৮টির তুলনায় কম।

এনএনবাংলা/