অনলাইন ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে রাশিয়ার নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ রা মার্চ) সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর। যদিও রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে হামলার শুরুর পর থেকে তাদের ৪৯৮ সেনা নিহত ও এক হাজার ৫৯৭ জন আহত হয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এক সপ্তাহে প্রায় ৯ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছে। যেখানেই তারা যাক না কেন তারা ধ্বংস হয়ে যাবে। আক্রমণকারীরা ইউক্রেনীদের কাছ থেকে যথাযথ জবাব পাবে। রাশিয়ার আক্রমণ প্রতিহত করাকে ইউক্রেনীদের জন্য ‘দেশপ্রেমমূলক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি আন্তরিকভাবে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করছি। আমরা তাদের (রাশিয়ানদের) অপমান করে তাড়িয়ে দেব, এরা রাষ্ট্রীয় যোদ্ধা নয়। ‘তাদের বহু বছর ধরে করা পরিকল্পনা আমরা ভ-ুল করে দিয়েছি। বহু আক্রমণকারী এখন পালিয়ে বাড়ি ফিরে যাচ্ছে’, যোগ করেন জেলেনস্কি। তিনি আরও বলেন, প্রত্যেক আক্রমণকারীর জানা উচিত, তারা ইউক্রেনীদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হবে। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩