January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 12th, 2025, 8:58 pm

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

রংপুর ব্যুরো: প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুর সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম ও রংপুর মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন । এর যৌথ উদ্যোগে রবিবার (১২ জানুয়ারী) সকালে নগরীর  শাপলা চত্বরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে শাপলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খামাড় মোড়স্থ নেসকো প্রধান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফ্যাসিবাদী হাসিনা ও তার পরিবার বিদ্যুৎ খাতে লক্ষ কোটি টাকা লুটপাত ও বিদেশে পাচার করে দুর্নীতির মাধ্যমে কেনা নি¤œ মানের ভুয়া প্রিপেইড জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  রংপুর মহানগর  স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ সভাপতি মিলন মিয়া, রংপুর মহানগর বিএনপির সদস্য মীর্জা বাবর বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রংপুর জেলা শাখার আহবায়ক শরিফ লাভলু লেবু, বাসদ মার্কসবাদী রংপুর জেলা শাখার  সদস্য সচিব আহসান আরিফিন টিটু প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,”ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নি¤œমানের প্রিপেইড মিটার কিনে ২৬  হাজার কোটি টাকা মধ্যে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে জনগণকে জোর করে প্রিপেইড মিটার স্থাপনে বাধ্য করছে। নেসকো নি¤œমানের প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতি মাসে অবৈধভাবে ভাড়া আদায়ের চেষ্টা করছে। জনগনকে জোরপূর্বক প্রিপেইড মিটার ব্যবহার করতে বাধ্য করা যাবে না। প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। জনস্বার্থকে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় তারা  বৃহত্তর আন্দোলন করে প্রিপেইড মিটার বন্ধ করতে বাধ্য করা হবে বলে নেসকো কতৃর্পক্ষকে হুশিয়ারি দেন।

এ ব্যাপারে রংপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন।