January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 8:30 pm

প্রিমিয়ার হকি : অক্টোবরে দলবদল নভেম্বরে খেলা শুরুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক :

ঘরোয়া হকির সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লিগ যেন এক ধাঁ ধাঁ। এক বছর হলে আরেক বছর থাকে ফাইলবন্দি। ২০১৮ সালের পর অনেক কাঠখড় পুড়িয়ে ২০২১ সালে প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল ফেডারেশন। আবার ২০২২ সালে লিগটি আলোর মুখ দেখেনি। চলতি বছরের সেপ্টেম্বরে এসে প্রিমিয়ার লিগ আয়োজনের তোড়জোড় শুরু করেছে ফেডারেশন। গত জুনে নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশি ব্যস্ত থাকতে হয়েছে আন্তর্জাতিক হকি নিয়ে। এবার তারা নজর দিচ্ছে ঘরোয়া হকিতে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ গত বুধবার জানিয়েছেন, ‘২০২১ সালে প্রিমিয়ার লিগ হয়েছে। এ বছর প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ হয়েছে। এখন আমরা প্রিমিয়ার শুরুর উদ্যোগ নিয়েছি।’ প্রিমিয়ার লিগ শুরুর অংশ হিসেবে ১২ ক্লাবকে লিগ কমিটিতে প্রতিনিধির নাম প্রেরণের জন্য আজ-কালের মধ্যেই চিঠি দেবে ফেডারেশন। প্রিমিয়ার বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেছেন, ‘জাতীয় হকি দল এশিয়ান গেমসে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর চীন যাবে। আমরা এখন জাতীয় দল নিয়ে একটু ব্যস্ত আছি। তারপরও ১৭ বা ১৮ সেপ্টেম্বর লিগ কমিটির সভা করার লক্ষ্য নিয়ে কাজ গুছিয়ে নিচ্ছি।

লিগ কমিটিতে প্রতিনিধির নাম প্রেরণের জন্য ক্লাবগুলো চিঠি পাঠানো হচ্ছে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ শুরুর বিষয়টি ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে ব্যক্তিগতভাবে আমি অক্টোবরের শেষ সপ্তাহে দলবদল আয়োজন করতে চাই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব কাপ দিয়ে খেলা শুরু করার ইচ্ছে আছে। ক্লাব কাপ শেষে কয়েকদিন বিরতি দিয়ে শুরু করা হবে প্রিমিয়ার লিগ। তেমন পরিকল্পনা নিয়েই কাজ চলছে।’ যেদিনই মাঠে গড়াক, ঊষা ক্রীড়া চক্র ফিরে আসায় এবারের প্রিমিয়ার লিগে থাকবে পূর্ণাঙ্গ জৌলুস।

ঊষা ক্রীড়া চক্র সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছিল ২০১৬ সালে। ফেডারেশনের কোন্দলের জেরে ক্লাবটি অংশ নেয়নি ২০১৮ সালের প্রিমিয়ার লিগে। ঘরোয়া হকির অন্যতম এই পরাশক্তি ছাড়াই আয়োজন হয়েছিল ২০২১ সালের লিগ। দুটি প্রিমিয়ারে অনুপস্থিত থাকার পর ঐতিহ্যবাহী ক্লাবটিকে আবার দেখা শীর্ষ লিগে দেখা যাবে। এপ্রিলে শেষ হওয়া প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে ৭ বছর পর প্রিমিয়ারে ফিরেছে দলটি। প্রিমিয়ার লিগের ১২ দল
মেরিনার ইয়াংস, মোহামেডান, আবাহনী, বাংলাদেশ এসসি, ভিক্টোরিয়া এসসি, আজাদ এসসি, বাংলাদেশ পুলিশ, সোনালী ব্যাংক, দিলকুশা এসসি, সাধারণ বীমা কেএস, অ্যাজাক্স এসসি ও ঊষা ক্রীড়া চক্র।