January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 13th, 2022, 7:17 pm

প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় আফগান তারকা

অনলাইন ডেস্ক :

আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ঢাকা এসেছেন আফগানিস্তানের ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরান। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও করেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। আগামী সোমবার আবাহনী তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। উদ্বোধনী দিনে ঐতিহ্যবাহীদের প্রতিপক্ষ প্রথমবার ঢাকা লিগে সুযোগ পাওয়া রুপগঞ্জ টাইগার্স। আবাহনীর জার্সিতে সবমিলিয়ে তিনটি ম্যাচ খেলার কথা নাজিবউল্লাহর। বাকি ম্যাচগুলো খেলবেন ভারতীয় ব্যাটার হনুমা বিহারি। বিষয়টি নিশ্চিত করেছে আবাহনীর টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ নিয়ে দল গঠন করেছে আবাহনী। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসনকে শুরু থেকে পাচ্ছে না তারা। অবশ্য সুপার লিগের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। তাদের অবর্তমানে তরুণ বাঁহাতি ওপেনার নাইম শেখ, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে আফগান অলরাউন্ডার নাজিবউল্লাহ জাদরান এবং প্রথম থেকে দুই তরুণ শামীম পাটোয়ারী ও তৌহিদ হৃদয়ের সার্ভিসও পাবে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।