January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 7:42 pm

‘প্রিয়তমা’র শাকিব দেখা দিলেন অ্যাকশন অবতারে

অনলাইন ডেস্ক :

বাতাসে উড়ছে লম্বা চুল, মুখ ঢাকা অ্যাশ রঙের কাপড়ে, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাক্কু ছুঁড়ে মারলেন! গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে এমন অ্যাকশন অবতারেই দেখা গেল শাকিব খানকে। ‘প্রিয়তমা’র গল্প মূলত রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশন অবতারে কেনো এলেন? এমন প্রশ্নে নির্মাতা বললেন, সব কিছুর সমন্বয়েই তো একটা সিনেমা। প্রিয়তমায় সব কিছুই রয়েছে। ৩০ সেকেন্ডের লুকটি শাকিবের ফ্যান পেইজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে কেউ কেউ টিজারে শাকিব খানকে ‘কিসিকা ভাই কিসিকা জান’এর সালমান খানের সঙ্গে মিল খোঁজার চেষ্টাও করেছেন। তারা সালমানের সঙ্গে শাকিবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিও করছেন। এসব ছাপিয়ে শাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিলিয়ন ভিউ হয়েছে এই টিজার।

নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘শাকিব খান অন্য লেভেলের স্টার। প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে। আমার বিশ্বাস শাকিব খানের ভক্তরাই এই ছবির বড় প্রচারক হয়ে উঠবেন।’ আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।