December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 5:49 pm

প্রিয়াঙ্কার মন্তব্যে নেটদুনিয়ায় ঝড়

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা। যদিও তিনি অভিনয় দক্ষতায় এখন গ্লোবাল স্টার। তবু মাঝে মধ্যেই বলিউড সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে শিরোনামে চলে আসেন। সম্প্রতি প্রিয়াঙ্কার একটি পুরাতন সাক্ষাৎকারের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেছিলেন ‘ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব’। বলিউড লাইফ এর প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কার একটি পুরাতন সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতীয় সিনেমা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলিউড এই অভিনেত্রী। ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন প্রিয়াঙ্কা বলেন, দেখুন ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব। এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী।

আর তা দেখেই চটেছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই মন্তব্য একদমই পছন্দ হয়নি অনেকের। ভাইরাল সেই ভিডিওতে এক নেটিজেন মন্তব্যে লিখেছেন, ভালোই হয়েছে এখান থেকে চলে গেছে, কিছু মানুষের সাদা চামড়ার স্বীকৃতি না পেলে হয় না। একজন আবার লিখেছেন, প্রিয়াঙ্কা চোপড়া ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু জানেন না, যা থেকে একাধিকবার বলিউড অনুপ্রেরণা পেয়েছে। শ্রীদেবী, বৈজন্তীমালা, ঐশ্বর্য ভরতনাট্যম শিখেছেন, মাধুরী কত্থক, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি ও কত্থক-সহ অন্যান্য নৃত্যকলাও শিখেছেন, এমনকী আলিয়া এফ-এরও কত্থকের প্রশিক্ষণ রয়েছে। এই সমস্ত নৃত্যশৈলীর অবদান বলিউডে রয়েছে। যদিও প্রিয়াঙ্কাকে সাদা চামড়ার মানুষদের ধারণা অনুযায়ীই কথা বলতে হবে।