December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 6:10 pm

প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনাকে নিয়ে ফারহান আখতারের ‘জি লে জারা’

 

বলিউডে নারী-কেন্দ্রিক বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিতব্য বহু প্রতীক্ষিত সিনেমা ‘জি লে জারা’ আবারও আলোচনায়। চার বছর অপেক্ষার পর এবার শুটিং শুরু হওয়ার আশার বাণী শোনালেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।

‘ডেকান ক্রোনিকল’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান জানান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের ব্যস্ত সময়সূচির কারণে এতদিন শুটিং পিছিয়েছে।

তিনি বলেন, “এই সিনেমার নাম ভূমিকায় থাকা তিন তারকার সিডিউল মেলানো ছিল কঠিন। তবে এখন সব ঝামেলা মিটে গেছে। আমরা শিগগিরই শুরু করছি।”

২০২১ সালে নিজের ‘তুফান’ মুক্তির পরপরই ‘জি লে জারা’ পরিচালনার কাজে হাত দিয়েছিলেন ফারহান। কিন্তু বারবার শুটিং পিছোতে থাকায় তাকে অনেক প্রজেক্ট ফিরিয়ে দিতে হয়েছে।

তার ভাষায়, “পরিচালনায় মনোযোগ ধরে রাখতে হয়। আমি সেই একাগ্রতাই বজায় রেখেছি।”

এদিকে শোনা যাচ্ছিল, মা হওয়ার পর প্রিয়াঙ্কা ও আলিয়া ছবিটি ছেড়ে দিয়েছেন। তবে ফারহানের সর্বশেষ ঘোষণায় জানা গেল—সবই গুজব। তিন তারকাই রয়েছেন ছবিতে।

সিনেমাটির জন্মও বেশ নাটকীয়। ২০১৯ সালের নভেম্বরে মুম্বাইয়ের এক বৃষ্টির রাতে নারী-কেন্দ্রিক বন্ধুত্বের গল্প হিসেবে প্রথম ধারণাটি আসে প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়। এরপর তিনি আকস্মিকভাবে ফোন দেন বন্ধু আলিয়া ও ক্যাটরিনাকে। সেই আলাপ থেকেই যাত্রা শুরু ‘জি লে জারা’র।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের ঘোষণা দেন ফারহান আখতার।

এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। ফারহান বলেন, “মনে হচ্ছিল সময় নষ্ট করছি। অবশেষে কাজটি শুরু করতে পারছি—ভালো লাগছে।”

উল্লেখ্য, ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘১২০ বাহাদুর’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ‘জি লে জারা’ নিয়ে নতুন ঘোষণা ভক্তদের মধ্যে আবারও প্রত্যাশা বাড়িয়েছে।

এনএনবাংলা/