January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 7:44 pm

প্রিয়া অনন্যার মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’

অনলাইন ডেস্ক :

মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। তার নতুন মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’ জে এল মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। জনপ্রিয় গীতিকার প্লাবন কোরেশীর কথা, সুরে এবং অভিজীৎ চক্রবর্তী জিতুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাইসা খান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে ছিলেন মডেল সাজ্জাদ চৌধুরী। ‘লাভ ইউ জান’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, কণ্ঠশিল্পী রাইসা খানের গাওয়া ‘লাভ ইউ জান’ গানটি অসাধারণ।

এছাড়া মডেল সাজ্জাদ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজটি করলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। আমার বিশ্বাস তার সুনিপুণ নির্মাণশৈলী দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করছেন এটাই আমাদের সার্থকতা। নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘লাভ ইউ জান’ গানটি আইটেম ঘরানার। স্ক্রিনে প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরীর রসায়নটা দারুণ ছিল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ভিডিওটি নির্মাণ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি সবার ভালো লাগবে।