August 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 5:15 pm

প্রি-পেমেন্ট মিটার স্থাপনে সাধারন মানুষকে চাপ প্রয়োগ করা যাবে না

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

রংপুর ব্যুরো:

সরকারী সকল দপ্তরে প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা যাবে, কলকারখানায় স্থাপন করা যাবে কিন্তু সাধারন মানুষকে চাপ প্রয়োগ করা যাবে না। বুধবার (৬ আগষ্ট) সকালে সরকারি অর্থায়নে “রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকার প্রি-পেমেন্ট মিটার স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নেসকোর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।সাধারন মানুষ যদি প্রি-পেমেন্ট মিটার নিতে চায় তাহলে নিতে পারে। নেসকোর ইঞ্জিনিয়ারদের মাঠে কাজ করতে হবে। যেহেতু বিলের সাথে জনগণ ডিমান্ড চার্জ, ভ্যাট ও মিটার ভাড়া প্রয়োগ করে সেহেতু বিদ্যুৎ সমস্য জণীত কারণে গ্রাহকের কারোর কাছ হতে অতিরিক্ত ফি নেয়া যাবে না। নেসকোর যেকোনো দূর্নীতি বন্ধ করতে হবে, কোন প্রকার অভিযোগ পেলে জেলা প্রশাসন তাৎক্ষনিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে। অবৈধ সকল বিদ্যুৎ স্থাপনা জরুরী ভিত্তিতে বিচ্ছিন্ন করতে হবে। প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক অবহিতকরণ সভায় এসকল বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় সকলের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল উপরোক্ত এ সব সিদ্ধান্ত জানান।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকার প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, স্মার্ট প্রি-পেমেন্ট স্থাপন প্রকল্প রংপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন, নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (নেসকো) সাজ্জাদুর রহমানসহ নেসকোর কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ।সভার শুরুতে প্রি-পেমেন্ট’র সুবিধা-অসুবিধা নিয়ে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের পক্ষে-বিপক্ষে বিষদ আলোচনা পরে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ