ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’র শুটিং আবার শুরু হতে যাচ্ছে।
২০১৯-২০ সালে দুটি প্রীতিলতা সিনেমার কাজ শুরু হয়েছিল। প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতার চরিত্রে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে। আর রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতার ভূমিকায় আছেন পরীমণি। প্রদীপ ঘোষের সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেয়েছে, কিন্তু রাশিদ পলাশের সিনেমাটি শুটিংয়ের জটিলতার কারণে আটকে ছিল।
নতুন বছরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন রাশিদ পলাশ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশা আল্লাহ ২০২৬’। পরীমণি মন্তব্য করেছেন, ‘আমিও প্রস্তুত আছি’।
রাশিদ পলাশ আরও জানান, “২০২০ সালের শেষ দিকে আমরা শুটিং শুরু করেছিলাম। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং হয়েছিল। ঢাকা অংশের কাজ সম্পন্ন। এবার চট্টগ্রাম অংশের শুটিং হবে। আশা করছি রোজার ঈদের পর এপ্রিল মাসে আবার ক্যামেরা ওপেন করতে পারব।”
এনএনবাংলা/

আরও পড়ুন
জেমস থেকে জয়া ও পরীমণি—খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, যা বললেন তামিম-মাশরাফি
২০২৫ সালে মেসি কত আয় করলেন