January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 8:47 pm

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে হাঁটলেন ১১০০ কিমি

অনলাইন ডেস্ক :

প্রেমিকাকে ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব দিতে থাইল্যান্ডে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি ভিন্ন এক প্রদেশের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। গত ১৪ জানুয়ারি তিনি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের নাখোন নাইওক শহরে তার বাড়ি থেকে যাত্রা শুরু করেন। পায়ে হেটে তার গন্তব্য এক হাজার ২০০ কিলোমিটার দূরের সাতুন প্রদেশে তার প্রেমিকার বাড়ি। কোনো বিরতি ছাড়া গাড়ি চালিয়ে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে বিরতিহীনভাবে হাঁটলে কমপক্ষে ২০০ ঘণ্টা সময় লাগবে এই দূরত্ব অতিক্রম করতে। সুথেপ মাইউ প্রমজিত নামে ওই ব্যক্তি শনিবার পর্যন্ত এক হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বন্ধু নিভাত থংউইথির (৫০) সঙ্গে ট্রাং-এ পৌঁছান। নিভাত স্কুটারে করে সুথেপকে সঙ্গ দিয়েছেন। সুথেপ আশা করছেন, মঙ্গলবারের মধ্যে সাতুনের থুং ওয়া জেলায় তার প্রেমিকা থানাপা খিয়াও-অনের বাড়িতে পৌঁছাতে সক্ষম হবেন। পাঁচ বছর আগে টিকটকে এই দম্পতির পরিচয় হয়। দুজনেরই বয়স ৫৬ বছর। বিয়ে হয়ে গেলে স্ত্রীকে নিয়ে তিনি থাইল্যান্ড ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন সুথেপ। সুথেপ আরো জানান, যাত্রা শুরুর পর থেকে তার ১৭ কেজিরও বেশি ওজন কমেছে। যদিও তার ওজন এখন মাত্র ৪০ কেজি, তবুও তিনি খুশি। কারণ তার মতে, তার এই পায়ে হাঁটা প্রমাণ করে যে তিনি তার প্রেমিকাকে কতটা ভালোবাসেন। সুথেপ বলেছেন, ‘আমি চাই, যারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই সঙ্গে যারা তাদের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত, আমার এই যাত্রা তাদের নজর কারুক।’ সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস