অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় গুণে অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। হিন্দির পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমাতেও দেখা যায় তাকে। এদিকে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন কিয়ারা। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনেকদিন ধরেই তার প্রেমের গুঞ্জন উড়ছে। এমনকি একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় তাদের। কিয়ারার পরবর্তী সিনেমা ‘শেরশাহ’। এতে কথিত প্রেমিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরাশাহ’। কিয়ারা জানান, সিদ্ধার্থ তার চরিত্রটির জন্য শতভাগ উজার করে দিয়েছেন। রক্ত পানি করে বিক্রম বাত্রার জীবনী ফুটিয়ে তুলেছেন। তার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। ইতোমধ্যে প্রকাশিত ‘শেরশাহ’ সিনেমার ফার্স্ট লুক, টিজার ও ট্রেইলার দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগামী ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে ‘শেরশাহ’ সিনেমটি দেখা যাবে।
আরও পড়ুন
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড