January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 7:36 pm

‘প্রেমিক’ সিনেমার গল্প নিয়ে ‘সিরিয়াস’ শাকিব-রাফী

অনলাইন ডেস্ক :

গেল অক্টোবরে ঘোষণা এসেছিল ‘প্রেমিক’ নামে একটি ছবি করবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরু হবে জানুয়ারিতে। যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করছে বিগ স্ক্রিন ও এসকে ফিল্মস। বিগ স্ক্রিনের প্রযোজক টপি খান সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাকিব ভাইয়ের সঙ্গে ফলপ্রসূ মিটিং করেছি। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে শুটিংয়ে নামবো। একটানা শুটিং করে কাজ শেষ করবো। ডিসেম্বরে ‘প্রেমিক’-এর শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়েছে। কারণ উল্লেখ করে ‘বসগিরি’ ছবির প্রযোজক টপি খান বলেন, এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। গল্প নিয়ে আমরা সবাই বেশী সিরিয়াস। যেহেতু এটি থ্রিলার ঘরানার ছবি সেজন্য প্রতিটি দৃশ্যে থাকবে রহস্যে মোড়ানো। তিনি বলেন, আমরা গল্প মজবুত করতে সময় বেশী নিচ্ছি। চিত্রনাট্যের কাজ চলছে। তাছাড়া শাকিব ভাইয়ের নতুন লুক থাকবে। লুক আনতেও সময় লাগছে। শুটিং শুরুর আগে নায়িকা কে থাকবেন সেটি জানাবেন বলে জানালেন টপি খান। তিনি বলেন, এতটুকু বলতে পারি চমক দেয়ার মতো কিছু করবো। বড়পর্দায় পরীক্ষিত নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন রায়হান রাফী। চিত্রপরিচালক হিসেবে তৈরি করেছেন আলাদা ইমেজ! সময়ের আলোচিত এই চিত্রপরিচালক ওটিটির পাশাপাশি চলতি বছর পরাণ ও দামাল-এর মাধ্যমে মুন্সিয়ানা দেখিয়েছেন। এ কারণে বাংলা ছবির নিয়মিত দর্শকরা প্রায়ই চাইতেন শাকিব খানকে নিয়ে রাফী ছবি বানাক! সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালিখি চোখে পড়তো। অবশেষে ‘প্রেমিক’ ছবির মাধ্যমে রাফীর নির্দশনায় শাকিবকে দেখা যাবে। যেটি ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে। ঘোষণার পর থেকে দর্শকরা ‘প্রেমিক’-এর জন্য মুখিয়ে আছেন। অনেকের ধারণা, ২০২৩ সালের এই ছবিটি হয়তো আলোচনার শীর্ষে থাকবে। রাফী বলেন, প্রেমিক নিয়ে আমরা এক্সাইটেড। শাকিব ভাই ও আমার দর্শকরা চাইতেন একসঙ্গে ছবি হোক। এবার তাই হচ্ছে। গল্প ও চরিত্র তাকে দিয়ে কিভাবে প্রেজেন্ট সেটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে।