অনলাইন ডেস্ক :
সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ব্যক্তিগত জীবনে ১৫ বছরের ছোট মডেল রোহমান শলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়ার নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটির সম্পর্কে চিড় ধরেছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেমিকের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন সুস্মিতা। এতদিন এই অভিনেত্রীর সঙ্গে থাকতেন রোহমান। কিন্তু এখন তিনি এক বন্ধুর বাড়িতে উঠেছেন। একটি ফ্যাশন শো অনুষ্ঠানে পরিচয় হয় সুস্মিতা-রোহমানের। এরপর পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ জুটি বিয়ের পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। সুস্মিতাকে বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে এক সাক্ষাৎকারে রোহমান শল বলেছিলেন, ‘সুস্মিতা তার মেয়ে ও আমি ইতোমধ্যেই একটি পরিবার। কিছু সময় আমি তাদের বাবা, মাঝে মাঝে তাদের বন্ধু, আবার আমাদের লড়াইও হয়। আমরা একটা সাধারণ পরিবারের মতোই থাকি এবং এটা উপভোগ করি। তাই কবে বিয়ে করছিÑ এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করি না।’ তবে প্রেমিকের সঙ্গে সুস্মিতার ব্রেকআপের গুঞ্জন এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও তাদের সম্পর্কের ফাটলের গুঞ্জন চাউর হয়েছিল। তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করে সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন সুস্মিতা।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত