অনলাইন ডেস্ক :
ইমরান মাহমুদুল। গায়কসহ নায়কের ভূমিকাতেও দেখা যায় তাকে। তবে দুটোই মিউজিক ভিডিওতে। হালের সবচেয়ে জনপ্রিয় এ গায়ক তার দাপট ধরে রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এবার সেই অন্তর্জালেই সরাসরি এলেন তিনি। কথা বললেন গানের বাইরেও নানা প্রসঙ্গে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের অন্তর্জাল সেলিব্রেটি শো ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ অতিথি হয়েছেন তিনি। সেখানেই প্রেম ও বিয়ে নিয়ে মজার সব উত্তর দেন তিনি। জানান, এক অর্থে প্রতিটি মুহূর্তেই প্রেম করছেন। বলেন, ‘যখন রোমান্টিক গান করছি প্রেম আমাকে করতেই হয়। সেটা কবিতা ও গানের সঙ্গে। কাজের জন্য বাস্তবে প্রেম থাকতেই হবে এমনটা নয়। কৈশোরে প্রেম করেছি। তখন আলাদা মজা ছিল। হয়তো দুই-তিন দিন পর দেখা হতো একে অপরের সঙ্গে। আর এখনকার প্রেমে তো প্রতিনিয়ত ভিডিও কলে দেখার সুযোগ থাকে। আসলে ছোটবেলার প্রতিটি মুহূর্তই অন্যরকম।’ ব্যক্তিজীবনে প্রেম নিয়ে দুঃখবোধও আছে তার। তিনি বলেন, ‘প্রেম থাকলে কাজ হয় না। জীবনে যতবার প্রেম এসেছে, ততবারই কাজে ব্যাঘাত ঘটেছে। তাই আপাতত কাজই করছি, প্রেম নয়।’ সঞ্চালক মাহমুদ মানজুর প্রশ্ন করেন, প্রেমের পরই বিয়ে। শীত তো চলে এলো। বিয়ে-বাচ্চা এগুলো নিয়ে ভাবছেন কিছু? একগাল হেসে ইমরান বললেন, ‘বিয়ের বিষয়ে আমি সিরিয়াস। শীতের পর গ্রীষ্মকালেই কিন্তু করোনা চলে আসছে। আমরা এখনও স্বাভাবিক হতে পারিনি। সিচ্যুয়েশন কন্ট্রোল হলে, অবশ্যই ভাববো।’ ইমরানের এমন সব মজার উত্তর ছিলো পুরো আয়োজনজুড়ে। মামানামা’র এ আয়োজনটি পুরোটা দেখতে পারবেন ইউটিউবেও। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জনি হক। এটি সরাসরি সম্প্রচার হয়েছে বাংলা ট্রিবিউন-এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব