August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 4:34 pm

প্রেস সচিব ক্যারোলিনের মুখ-ঠোঁটের প্রশংসা করলেন ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ট্রাম্প বলেছেন, ক্যারোলিনে মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে যেন মনে হয় তিনি একজন মেশিনগান।

সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ক্যালোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট, এগুলো যেভাবে নড়ে… এগুলো এমনভাবে নড়ে যেন তিনি একজন মেশিনগান।

২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এই দায়িত্ব দিয়েছেন।

এদিকে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন ক্যারোলিন। তিনি দাবি করেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন কয়েকদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তিনি চূড়ান্ত সফলতার মুখ দেখেননি।

এনএনবাংলা/আরএম