প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাটিতে ৩৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে ম্যাচে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব, লিটন ও ইয়াসিরের অর্ধশতকে ভর করে সাত উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৬৪ বলে ৭৭, ইয়াসির আলী ৪৪ বলে ৫০ এবং লিটন দাস ৬৭ বলে ৫০ রান তুলেন। এছাড়া তামিম ইকবাল ৪১ রান এবং মাহমুদউল্লাহ করেন ২৫ রান।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন কেশব মহারাজ ও মার্কো জ্যানসেন। এছাড়া কাগিসো রাবাদা নিয়েছেন একটি উইকেট।
টাইগারদের ৩১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুলের বোলিং তোপে ৪৮ ওভার ৫ বলে ২৭৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। আর এতেই ২০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো বাংলাদেশের।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন রাসি ভ্যান ডের ডুসেন। এছাড়া ডেভিড মিলার ৭৯ রান এবং টেম্বা বাভুমা করেছেন ৩১ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন স্পিনার মেহেদী মিরাজ। এছাড়া তাসকিন তিনটি ও শরিফুল দুটি উইকেট নিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস