October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 3:51 pm

প্লট বরাদ্দে দুর্নীতি : আত্মসমর্পণ করেও পালিয়ে গেলেন রাজউক কর্মকর্তা

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের আবেদন করেও আদালত এলাকা থেকে পালিয়েছেন রাজউকের সাবেক সদস্য (স্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি খুরশীদ আলম তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে বিচারক এজলাসে ওঠার আগেই তিনি আদালত এলাকা থেকে সরে যান বলে দুদকের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ছয়টি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি করা হয়। সব মামলারই অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন।

অন্য তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম অভিযোগ গঠন করেন। এসব মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান ও আজমিনা সিদ্দিকসহ প্রত্যেকটিতে ১৭ থেকে ১৮ জন আসামি রয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যদিও তারা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।

এনএনবাংলা/