January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 8:07 pm

পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

অনলাইন ডেস্ক :

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস। গত বৃহস্পতিবার রাতে নিজেদের অষ্টম ম্যাচে চেন্নাইকে ৩২ রানে হারিয়েছে রাজস্থান। এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে ওঠে রাজস্থান।

সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চেন্নাই। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। জয়পুরে টস জিতে ব্যাট হাতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়ালের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে ৭৭ রান করেন জয়সওয়াল।

এ ছাড়া ধ্রুব জুরেল ১৫ বলে ৩৪ ও দেবদূত পাড়িক্কাল ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন। জবাবে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ঝড়ো ইনিংসের পরও হারতে হয় চেন্নাইকে। ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেই থামে চেন্নাই। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন গায়কোয়াড় এবং ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫২ রান করেন দুবে। রাজস্থানের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন জয়সওয়াল।