নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফকিরাপুলে গরমপানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন।
রোববার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকিরাপুলের ৫৪/১ গরম পানির গলির পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।
হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগুনে ৩ জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে: আনিসুল ইসলাম