বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
রুদ্ধদ্বার বৈঠকের পর আমীর খসরু বলেন, তারা বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
তবে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্তারিত বলতে রাজি হননি।
এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস।
—-ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাজ্যের বিমানবন্দরে মা খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের