চট্টগ্রামের ফটিকছড়িতে বসতঘরে আগুনে লেগে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় বাবুল চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ মুজিব (৪০) বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুলের চাচাত ভাই।
বাগান বাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা মানসিক প্রতিবন্ধী মুজিব ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে