জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন সভা সমাবেশে এ নিষেধাজ্ঞা জারি করে।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সকাল থেকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ সময় সব ধরনের সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু’জনের বেশি জমায়েতে করা যাবে না। ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন শুক্রবার ২৭ আগস্ট ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে কর্মসূচি দিয়েছে। এ নিয়ে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুন
বেরোবিতে ঈদের দিন উপাচার্যের আয়োজনে শিক্ষার্থীদের বিশেষ খাবার প্রদান
রংপুরের বিনোদন কেন্দ্রেগুলোতে উপচে পড়া ভিড়
দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার