January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 12:52 pm

ফরিদগঞ্জে মার্কেটে আগুন, আহত ১০

ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে মার্কেটে আগুন লেগে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এই সময় আগুন নেভাতে গিয়ে প্রায় দশ জন আহত হয়েছেন।

ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের কালির বাজারের উত্তর গলির বাবুল পাটওয়ারীর মার্কেটে হঠাৎ আগুন লেগে যায়। এতে ওই মার্কেটের চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে প্রায় দশ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সংবাদ পেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের একটি টহল টিম কালির বাজার অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লোকজনকে সংবাদ দেয়।

–ইউএনবি