ফরিদপুরের সালথায় বুধবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহত নান্নু ফকির যদুনন্দী গ্রামের বাসিন্দা।
ফরিদপুর পুলিশের সহকারী সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে নান্নু ফকিরের মৃত্যু হয়েছে।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব