ফরিদপুরের মধুখালীতে মাছবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাছবোঝাই ট্রাক আড়কান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত