গোপালগঞ্জে গতকালের ঘটনায় চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে মারা গেছে। আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে দলটির পদযাত্রা কর্মসূচিতে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ঘটনায় জেলাটির সাধারণ মানুষকে যাতে হেনস্তা না করা হয়। কিন্তু ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এনসিপির পন্থা মধ্যম পন্থা। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে। ফ্য্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছে। খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জ যাবো। জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, গতকাল রিফাইন আওয়ামী লীগ ও মুজবাদীদের একটি ভার্সন আমরা দেখেছি। এই মুজিববাদীদের আমরা ৫ আগস্ট পরাস্ত করেছি।
আরও পড়ুন
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ট্রমা এনসিপি’র তরুণ নেতাদের তাড়া করবে: মোস্তফা ফিরোজ
পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া