December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 16th, 2024, 7:08 pm

ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ড

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টার দিকে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন রেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম দৃুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, ‘স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।’

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।

জেলা প্রশাসক বলেন, ‘অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেথতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

—–ইউএনবি