ফরিদপুরে অনুশীলনে যাওয়ার পথে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে (আনুমানিক সাড়ে ৪টার দিকে) ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুকুরিয়া নামক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হাইওয়ে পুলিশের ৫ সদস্য ফরিদপুরে ফায়ারিং অনুশীলনে যাওয়ার জন্য একটি সিএনজিতে রওনা হন। পুকুরিয়া নামক এলাকায় এলে ব্রাদারস ফিলিং স্টেশনের সামনে সিএনজি উল্টে যেয়ে দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নিহতারা হলেন- নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন। আহতদের মধ্যে রয়েছেন, ইমরান সর্দার জাকির হোসেন এবং মিথোয়াইছিং মারমা। সিএনজি চালকও আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুন আনম জানান, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মহাসড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও