Friday, September 12th, 2025, 5:07 pm

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি

ফাইল ফটো

 

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন তিনি।

ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে ইমাম জাফর নোমানী।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা ৩৮ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে মায়ের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন ইমাম জাফর নোমানী।

তিনি লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পরাভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকেলে থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তাঁর ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোন আশা নেই। তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি।’

ইমাম জাফর লিখেছেন, ‘সরকারের কয়েকটি মন্ত্রণালয় থেকে তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে।’

তিনি লিখেছেন, ‘পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোন ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাঁর অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন।’

এনএনবাংলা/