অনলাইন ডেস্ক :
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ফাঁস করে দিয়েছেন নিজের ইয়ো ইয়ো টেস্টের স্কোর। এতে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন তথ্য ফাঁস করতে নিষেধ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে ছয় দিন অনুশীলন শুরু করেছে ভারত। এশিয়া কাপের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি শুরু কোহলি-রোহিতরা। সেখানেই ইয়ো ইয়ো টেস্ট হয় টিম ইন্ডিয়ার। সেই টেস্টে বিসিসিআই কর্তৃক ধার্যকৃত স্থিতিমাপ স্কোর ছিল ১৬.৫।
ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরে আনন্দে কোহলি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন লেখেন, ‘ভয়ঙ্কার শঙ্কুর (মোচাকৃতি বস্তু) মধ্যে ইয়ো ইয়ো টেস্ট শেষ করতে পারা আনন্দের। ১৭.২ হয়েছে।’ কোহলির মতো ক্রিকেটারের থেকে এমনটা আশা করে না দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘কোনো গোপন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিক ভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম