নিজস্ব প্রতিবেদক :
ফাইজারের ৩ ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয়বুধবার প্রকাশিত নতুন গবেষনায় এ দাবি করেছে ফাইজার। তাদের দাবি, ফাইজারের টিকার দুই ডোজ নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তিন ডোজ নিলে তার থেকে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি করবে।
নতুন গবেষনায় বলা হয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্যে টিকার ৩ ডোজ দেয়ার পর পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় যা ডেল্টা ধরনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দেবে। এছাড়াও ৬৫ থেকে ৮৫ বছর বয়সিদের মধ্যে ১১ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করা হয়েছে গবেষণায়। তবে দুই ডোজ টিকা নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ টিকা দিতে হবে।
গবেষণায় অংশ নেয়া ২৩ ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। টিকার তৃতীয় ডোজ দেয়ার বিষয়ে আগামী মাসেই এফডিএ’র কাছে অনুমোদন চাইবে ফাইজার।
আরও পড়ুন
৪ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে উর্দুভাষীরা
শীতে রোগমুক্ত জীবন পেতে সাহায্য করবে যেসব ভেষজ
অন্যতম দর্শনীয় স্থান মহামায়া লেক