নিজস্ব প্রতিবেদক
শিরোপা ধরে রাখার যুদ্ধে নামছেন সাবিনারা। সেই যুদ্ধে একদশে একটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে যে ১১জন দিয়ে খেলা শুরু করেছিলেন কোচ পিটার বাটলার, তাদের মধ্যে সাগরিকার পরিবর্তে জুনিয়র শামসুন্নাহারকে নিয়ে শুরু করতে যাচ্ছেন ফাইনাল।
গোলপোস্টে রূপনা চাকমা। তার সামনে চার ডিফেন্ডার মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রীতি, শামসুন্নাহার সিনিয়র ও শিউলি আজিম।
মাঝমাঠ সামলাবেন মারিয়া মান্দা ও মনিকা চাকমা আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন অধিনায়ক সাবিনা খাতুন। লেফট উইংয়ে ঋতুপর্ণা চাকমা, রাইট উইংয়ে শামসুন্নাহার জুনিয়র এবং ফরোয়ার্ড তহুরা খাতুন।
বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র এবং তহুরা খাতুন।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা