অনলাইন ডেস্ক :
ইন্টার মিলান কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে সর্বশেষ হারের প্রতিশোধই নিতে যাচ্ছে? শেষ পর্যন্ত প্রতিশোধ ইন্টার মিলান নিতে পারবে কি না, বলবে সময়। তবে প্রথম লেগের পর ইন্টার মিলানের সমর্থকরা প্রতিশোধের জ্বালা জুড়ানোর স্বপ্নের মালাই হয়তো গাঁথতে শুরু করেছে। পরশু চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিলান। এডিন জেকো ও হেনরিখ মাখাতারিয়ানের কাঁধে চেপে ফাইনালের পথে এগিয়ে গেছে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৪-২০০৫ মৌসুমে। সেবার কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল এসি মিলান। সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পথে ভালোভাবেই এগিয়ে গেছে গুইসেপে মেজ্জার ইন্টার মিলান।
ফিরতি লেগে ড্র করলে তো বটেই, এমনকি ১-০ গোলে হারলেও ফাইনালে উঠে যাবে তারা। মেটাতে পারবে ১৮ বছর আগের হারের জ্বালাও। মিলান শহরের দুই ক্লাবের দ্বৈরথ এমনিতেই আগুন-তপ্ত। তারপর চ্যাম্পিয়ন্স লিগে দুই দল মুখোমুখি দীর্ঘ ১৮ বছর পর। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগের মিলান ডার্বি নিয়ে মিলানবাসী যেন উত্তেজনা-রোমাঞ্চে নাওয়া-খাওয়াই ভুলে গিয়েছিল! যার ফল, ম্যাচ শুরুর অনেক আগেই মিলানের বিখ্যাত ‘সান সিরো’ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুই দলই এই মাঠই ব্যবহার করে। তবে পরশু এসি মিলান ছিল স্বাগতিক। নিজেদের মাঠেও ইন্টার মিলান ছিল সফরকারী দল। মানে পরশুর প্রথম লেগটা এসি মিলানের জন্য ছিল হোম ম্যাচ, ইন্টার মিলানের জন্য অ্যাওয়ে। ফলে গ্যালারিতে ‘স্বাগতিক’ এসি মিলানের সমর্থকদেরই আধিক্য ছিল। মিলানের সমর্থনে গ্যালারি মাতিয়ে রাখাও শুরু করেছিল।
কিন্তু ম্যাচের আট মিনিটেই মিলান সমর্থকদের সেই গর্জনে ডানি ঢালেন এডিন জেকো। সার্বিয়ান তারকা দারুণ এক গোল করে এগিয়ে দেন ইন্টার মিলানকে। এই গোলের রেশ না কাটতেই আবার গোল উৎসবে মাতে ইন্টার মিলান। ১১ মিনিটে ইন্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরমেনিয়ান তারকা হেনরিখ মাখাতারিয়ান। শুরুতে সেই যে ধাক্কা খায় মিলান, তা আর সামলে উঠতে পারেনি। শত চেষ্টা করেও মিলান একটা গোলও আদায় করতে পারেনি। আগামী মঙ্গলবার সান সিরোর ফিরতি লেগটাই হবে ইন্টার মিলানের হোম ম্যাচ। ফলে গ্যালারিতেও ইন্টার সমর্থকদেরই আধিক্য থাকবে। নিজেদের সমর্থকদের সামনে সেই ম্যাচে ১-০ গোলে হারলেও হাসতে হাসতে ফাইনালে উঠে যাবে ইন্টার মিলান। বিপরীতে ফাইনালে উঠতে হলে এসি মিলানকে করতে হবে অসাধারণ কিছু। জিততে হবে অন্তত ৩-০ গোলে। কঠিন হলেও কাজটা একেবারে অসম্ভব নয়। তবে ইন্টার মিলানের সামনে ফাইনালের রাস্তাটা ফকফকা।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত