December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 21st, 2021, 2:13 pm

ফাইনালে পাঁচ উইকেট শিকারে খুশি জেমিসন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নীপের ফাইনালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পেরে খুশি নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন।
সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে ২১৭ রানে অলআউট হয় ভারত। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে ৩১ রানে ৫ উইকেট নেন জেমিসন। ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষে দ্বিতীয়বার।
টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জেমিসন বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য ভাল দিন ছিল। তারা খুব ভাল ব্যাট করেছে। অফ সাইডের বাইরের বল ছেড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল করে যাওয়া। লম্বা সময় ধরে আমরা তা করেছি। পাঁচ উইকেট নিতে পেরে আমি দারুন খুশি। কারন এটি ফাইনালের মঞ্চ। সেখানে ভারতের মত ব্যাটসম্যানদের কুপোকাত করা সত্যিই অনেক বড় ব্যাপার।’
দ্বিতীয় ইনিংসেও ভালো বল করার ব্যাপারে আশাবাদী জেমিসন। তিনি বলেন, ‘প্রথম ইনিংসের পারফরমেন্সে আমি খুশি। তাই দ্বিতীয় ইনিংসেও ভালো বল করতে চাই।-বাসস