January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 20th, 2023, 8:05 pm

ফারহানের সঙ্গে নিহার ‘সুইট প্রবলেম’

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নিহা স্নিগ্ধ হাসিতে আলো ছড়াচ্ছেন। অভিনয়ে এসেছেন খুব বেশি দিন হয়নি। ঈদুল আজহায় মুশফিক আর ফারহানের সঙ্গে ‘সুইট প্রবলেম’ নিয়ে হাজির হবেন নিহা। এক বাউ-ুলে প্রেমিকের গল্প নিয়ে তৈরি ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন। নাটকের গল্পে ফারহান অভিনয় করেছেন বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফের চরিত্রে। অন্যদিকে যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা চরিত্রে দেখা যাবে নিহাকে।

নাটকটি সম্পর্কে নির্মাতা হিমি জানান, ‘এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নিহা বলেন, ‘দর্শকদের ভালোবাসায় নতুন আরেকটি কাজ করলাম। লাভ সেমিস্টার নাটকের মতো এই নাটকেও দর্শক বেশ আনন্দ খুঁজে পাবেন। আর ফারহান ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি বলি, তিনি অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’