January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 26th, 2022, 7:44 pm

ফারহান-তিশার ‘ওয়েডিং ক্রাশ’ 

অনলাইন ডেস্ক :

মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। এবারের ঈদে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। এখন পর্যন্ত দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। নতুন অভিনেতা হিসেবে বেশ ভালো করছেন মুশফিক আর ফারহান। আর তানজিন তিশা তো বর্তমান অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তাই দু’জনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’। সৌখিন এ নাটকের গল্প নিয়ে বলেন, ফারহান একটি দুষ্ট ছেলে, আর তিশা একজন মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দু’জনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে এদিয়ে নিয়ে যায়। কিন্তু কি সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত। আসছে ঈদে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, ‘যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি।’ এ নিয়ে অভিনেত্রী তিশা বলেন, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদের জুটি ও রসায়ন পছন্দ করবেন।’ নতুন জুটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আসলে আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্যই ভালো।’