July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 6:11 pm

ফারুকীকে কটাক্ষ ; মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে উড়ে টাকা

ছবি: নিউ নেশন অনলাইন

 

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজের বেশ কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডিং ‌মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ভুয়া তথ‍্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এ রকম ট্রমাটিক (আঘাতগ্রস্ত) একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক। মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।

এদিকে, ‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে’- উল্লেখ করে ছোট পর্দার অভিনেতা আরশ খান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন, উনারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না, তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।

আরশ যোগ করে লিখেছেন, ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না- এসব তদন্ত পরে করে দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।

একই ঘটনার বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি নিউজ ফটোকার্ড জাকিয়া বারী মম তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে লেখেছেন, ‘প্রচলিত প্রবাদ – ভুতের মুখে রাম নাম।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী প্রচলিত প্রবাদের বিষয়টি ব্যাখ্যা করে লেখেছেন, যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন ; ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পায় তখন কি হয় তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন। জেলেনস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে উড়ে টাকা।

জাতির আশার উপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শিখায় দায়িত্বশীলতা। হাহাহা।

এনএনবাংলা/আরএম