January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 7:35 pm

ফারুকীর নির্দেশনায় ওমর সানী, সঙ্গে পলাশ

অনলাইন ডেস্ক :

ওমর সানীর দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম কাজ করলেন মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায়। প্রথম কাজের অভিজ্ঞতায় বেজায় মুগ্ধ এই অভিনেতা। বললেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ!’ সানী-ফারুকীর সঙ্গে যুক্ত ছিলেন সময়ের আরেক তরুণ তারকা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জিয়াউল হক পলাশ। সম্প্রতি এই তিনজনে মিলে কাজ করলেন একটি বিজ্ঞাপনচিত্রের। তাতে ফারুকীর নির্দেশনায় মডেল হলেন সানী ও পলাশ। ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ওমর সানী বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে।’ জানা যায়, আর্থিক লেনদেন করার একটি অ্যাপসের এই বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে অবমুক্ত হবে।