January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 6th, 2022, 7:25 pm

ফারুকীর নির্মাণে নতুন অভিজ্ঞতার কথা জানালেন ডিপজল

অনলাইন ডেস্ক :

সিনেমা নিয়ে সেন্সরে আটকে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে কাজ থামিয়ে রাখেননি। নিয়মিত বিজ্ঞাপনচিত্র বানাচ্ছেন। কিছু দিন আগেই তার নির্মিত বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী ও জিয়াউল হক পলাশ। এবার নতুন চমক দিলেন ফারুকী। তার নির্মাণে দেখা যাবে ঢাকাই সিনেমার সফলতম খলনায়ক ডিপজলকে। এটিও বিজ্ঞাপন প্রজেক্ট। নির্মিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর জন্য। এতে ডিপজলের সঙ্গে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। জানা গেলো, গত রোববার সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস মাঠে চিত্রটির শুটিং শুরু হয়। চলে সারা দিন। কাজের ফাঁকে ডিপজলের সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারুকী। সেই ছবি সোশাল হ্যান্ডেলেও পোস্ট দেন নির্মাতা। ডিপজলের প্রশংসা করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাকটিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাকটর্স।’ ফারুকীর পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হয় ডিপজলের সঙ্গে। তিনিবলেন, ‘এটি আমার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। সোমবার (৫ সেপ্টেম্বর) শুটিং শেষ হয়েছে। ডাবিং বাকি আছে। আর কাজটি করে নতুন এক অভিজ্ঞতা হলো। ভালো লেগেছে।’ জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর এটি প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেল ও অন্তর্জালে। প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী দুটি নতুন সিনেমা সম্পন্ন করে রেখেছেন। এরমধ্যে একটি হলো ‘শনিবার বিকেল’। যেটি সেন্সর বোর্ডে গত সাড়ে তিন বছর ধরে আটকে আছে। সে কারণে ‘নো ল্যান্ডস ম্যান’ নামের আরেকটি সিনেমা শেষ করে মুক্তির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি।