January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 7:55 pm

ফারুকীর সিরিজ থেকে টলিউডে তাসনিয়া

অনলাইন ডেস্ক :

ছোটপর্দার মাঝারি মাপের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যাকে এবার দেখা যাবে বড় পর্দায়। হুম, সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ঢাকাই তরুণ অভিনেত্রীর। তবে ঢালিউড থেকে নয়, অফার পেলেন টলিউডে। তাও আবার সেখানকার প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে। এরমধ্যে সবই চূড়ান্ত। অপেক্ষা শুধু কলকাতা হয়ে লন্ডনে উড়াল দেয়ার। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় সূত্রে জানা গেছে, ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। চলতি মাসেই ইউনিটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন ফারিণ। অবশ্য সরাসরি এ বিষয়ে তার কোনও মন্তব্য এখনও মেলেনি। তবে ভারতীয় গণমাধ্যমকে অতনু জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস এ- জেন্টলম্যান’ দেখেই তার নতুন ছবিটির জন্য পছন্দ করেন তাসনিয়া ফারিণকে। সিনেমায় ফারিণের চরিত্রের নাম প্রতীক্ষা। যার মাথার ওপর বিশ্বস্ত ছাঁদ নেই ১১ বছর বয়স থেকে। সেই ছাদের খোঁজেই একটি সম্পর্কের সূত্রে সে পৌঁছায় লন্ডনে। কিন্তু সেখানে গিয়েও বাধে জটিলতা। এই সিনেমায় ফারিণ ছাড়াও তিনটি দরকারি চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে। অতনু ঘোষ সর্বশেষ প্রশংসিত হন ঢাকার আরেক মেয়ে জয়া আহসানকে নিয়ে ‘বিনি সুতোয়’ নির্মাণ করে।