July 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 5:25 pm

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, দুটি বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বিআরটিসি বাসটির দোতলার ছাদ একপাশে ভেঙে যায়।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিআরটিসির দুটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কের পাশাপাশি চলছিল। দুটি বাসই দ্রুতগতিতে চলছিল। এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীরা নিচে লাফিয়ে নামেন। এতে কয়েকজন আহত হন।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।