৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ছবি :
অনলাইন ডেক্স:
অসাধারণ বোলিং করলেন ফাহিম আশরাফ। তাতে যোগ্য সঙ্গ দিলেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার। ফরচুন বরিশাল বোলারদের দারুণ নৈপূণ্যে সিলেট স্ট্রাইকার্স অলআউট হয়েছে ১.৫ ওভার বাকি থাকতেই। আর তাতেই বরিশালের লক্ষ্য দাঁড়িয়েছে ১১৭ রানের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বরিশাল বোলারদের তোপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। জর্জ মানজিকে ফিরিয়ে যার শুরুটা করেন মোহাম্মদ নবি। তার পর একে একে আঘাত করেন ফাহিম আশরাফ, জেমস ফুলাররা। একপর্যায়ে ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন এহসান ভাট্টি ও জাকের আলি অনিক।
তবে ভাট্টি ২৮ রানে ফিরলে ৩২ রানের জুটি ভাঙে সিলেটের। অনিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯ বলে ২৪ রান করেছেন এই ব্যাটার। এর পর অধিনায়ক আরিফের ১২ ও তানজিম সাকিবের ১৩ রানে কোনোরকম ১০০ পার করে সিলেট।
বরিশালের হয়ে ওভারে রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন নবি ও ফুলার। বাকি উইকেট রিশাদের।
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
সামিটের আজিজ খান ও তার পরিবারের রিট নাকচ, ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল
ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান